শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

আগামী বছরেই শতভাগ ‘ই-ফাইলিং’ চলবে প্রাথমিকের ১৭শ অফিসে

সাইবারবার্তা ডেস্ক: আগামী বছরেই শতভাগ ই-ফাইলিং ব্যবস্থায় চলবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের এক হাজার ৭০০টি প্রাথমিক শিক্ষা অফিস। ইতোমধ্যেই এসব অফিসে ই-ফাইলিং ব্যবস্থা শুরু করা হয়েছে।

 

আর আদালত সংক্রান্ত কাগজপত্র এবং ও এজি (অডিটর জেনারেল) অফিসের আর্থিক কিছু জরুরি ফাইল ছাড়া ২০২২ সাল থেকে সকল ক্ষেত্রে ই-ফাইলিং চলবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

 

তিনি জানিয়েছেন, করোনার মধ্যেই অধিদফতরের আওতায় ১ হাজার ৭০০ অফিসে ই-ফাইলিং শুরু হয়ে গেছে। ২০২২ সাল থেকে সব কার্যক্রম ই-ফাইলিং ব্যবস্থায় পুরোপুরি চলবে।

 

পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই সকল অফিসের সব কাজে ই-ফাইলিং পদ্ধতিতে সম্পন্ন হবে। আদালত ও এজি (অডিটর জেনারেল) অফিসের আর্থিক কিছু জরুরি ফাইলের কার্যক্রম হার্ড কপিতে করা হবে। সেবাগ্রহীতার হার্ড কপির আবেদন স্ক্যান করে ই-ফাইলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা তার মতামত দিতে পারবেন ই-নথির মাধ্যমে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ