বৃহস্পতিবার, জানুয়ারি ১৬ ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আইসিটি-টেলিকম ক্যাডার নিয়ে কাজ করবেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী

সাইবারবার্তা ডেস্ক: আইসিটিকে যুক্ত করে টেলিকম ক্যাডারকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প স্থিতিকরণে প্রতিশ্রুতি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আগামী রোববার থেকেই এই কাজ শুরু করবেন তিনি।

 

শুক্রবার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপ ড. মুহাম্মাদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, আমি টেবিলের দুই প্রান্তেই আছি। তাই যৌক্তিক দাবি প্রদানে আসিটি ক্যাডারের দাবি আমি শুরু থেকেই কাজ করে এসেছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক এ কে এম আফতাব উল ইসলাম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম মোশাররফ হোসেন।বিসিএস কোষাধক্ষ্য ড. জিয়াউল লিখনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইসলাম ভূঁইয়া।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ