রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

আইটেল ভিশন ২ (৩/৬৪ জিবি) বাজারে, দাম ৯৪৯০

সাইবারবার্তা ডেস্ক: দেশের বাজারে ভিশন ২ (২/৩২ জিবি)-এর পর আইটেল বাংলাদেশ নিয়ে এসেছে ভিশন ২ (৩/৬৪ জিবি)–এর নতুন ভার্সন। আইটেল ভিশন ২ মডেলের নতুন ফোনটির দাম ৯ হাজার ৪৯০ টাকা। গত শনিবার থেকে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে গ্রেডেশন গ্রিন এবং ডিপ ব্লু দুটি আকর্ষণীয় রঙে।

‘স্টাইল এখন অন্য লেভেলে’ ট্যাগ লাইনে বাজারে আসা আইটেল ভিশন ২ স্মার্টফোনে ডট-নচ ৬.৬ ইঞ্চি এইচডি+ফুল স্ক্রিন ডিসপ্লে, ১৩ এমপি ট্রিপল এআই ক্যামেরা, স্টাইলিশ এবং ফ্যাশনেবল ডিজাইনের আকর্ষণীয় সব ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। নতুন ফোনটিতে প্রাণবন্ত রং ও স্বচ্ছ স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন গ্রাহকেরা। এই দারুণ ডিজাইনের ফোনে ৯০ ভাগ হাই স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে। ফলে ক্ষীণ বেজেলের স্মার্টফোনটি মিনি-সিনেমা এবং মিনি-প্যাড হিসেবে দারুণ সব গেমিং ও সিনেমা দেখার সুবিধা দেবে। ক্যামেরা অংশে আইটেল ভিশন ২ ফোনটিতে ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা, ২ এমপি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ-সেন্সর ক্যামেরা আছে। ফোনের সামনের অংশে ৮ এমপি একটি সেলফি ক্যামেরাও রয়েছে। ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ডার্টি লেন্স ডিটেকশন প্রযুক্তি। এতে ক্যামেরার লেন্সে কোনো ময়লা থাকলে তা শনাক্ত এবং সঙ্গে সঙ্গে সতর্ক করে সমাধানের জন্য পপ আপ মেসেজ দেবে।

নতুন এই ফোনের পারফরম্যান্স এবং স্টোরেজ আপগ্রেড করা হয়েছে। ফলে ৩ জিবি ভার্সনে অক্টা-কোর প্রসেসর থাকায় অনায়াসে একাধিক অ্যাপ চালানো যাবে। লেগিং-অফের চিন্তা ছাড়াই পছন্দের গেমগুলো খেলা যাবে। ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের কারণে ভিডিও, অ্যাপস, ছবি এবং গান রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে ফোনটিতে। আইটেল ভিশন ২ নতুন সংস্করণের পাশাপাশি আইটেল ভিশন ২ ভার্সনটিও বাজারে পাওয়া যাচ্ছে।

নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। টানা ২৫ ঘণ্টা ৩জি কলিংয়ের সুবিধা, ৩২ ঘণ্টা ২জি কলিং সুবিধা এবং ৩৫ ঘণ্টা গান শোনা যাবে। আইটেল ভিশন ২ সম্পর্কে আরও জানা যাবে https://www.itel-mobile.com/bd/products/smart-phone/vision/vision-2/

(সাইবারবার্তা.কম/কম/১৯মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ