নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ব্রডব্যান্ড ইন্টারনেটের চলমান সঙ্কট নিয়ে রোববার আইসপিবি’র সঙ্গে বৈঠকে বসছে বিটিআরসি। গ্রাহক পর্যায়ে সাশ্রয়ে নিরবিচ্ছিন্ন ব্রডব্যান্ড সেবার মান নিশ্চিত করতে এই খাতের বাণিজ্যিক সংগঠন আইএসপিএবি’র নেতাদের সঙ্গে বেঠকে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
সকাল ১১টায় ভার্চুয়াল ওই বৈঠকে একদেশ এক রেট এবং সিডিএম ইস্যু নিয়ে আইএসপিএবি নেতাদের সঙ্গে কথা বলবে কমিশন। ওই বৈঠকে আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বৃহস্পতিবারই কমিশন থেকে জুম লিংক পাঠানো হয়েছে।
সূত্রমতে, একদেশ এক রেট বাস্তবায়নে আইএসপি প্রতিষ্ঠানগুলোর ভূমিকার পাশাপাশি ক্যাশ সার্ভার উঠিয়ে নিলে ক্ষুদ্র আইএসপি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভোক্তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে তা পর্যালোচনা করা হবে। ফেসবুক ও ইউটিউব ব্যববহারে সঠিক গতি যেনো গ্রাহক পর্যায়ে অক্ষুণ্ন থাকে সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠিত আইএসপিদের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র আইএসপিদের ‘লগ সার্ভার’ বাস্তবায়নে কড়া নির্দেশনা দেবে বিটিআরসি।
বৈঠকে আইএসপি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একদেশ এক রেট বাস্তবায়নে আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য নির্ধারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে আভাস পাওয়া গেছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার মৈত্র, কমিশনার এ কে এম শহিদুজ্জামান, মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল কবির প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৮ জুলাই ২০২১)