সাইবারবার্তা ডেস্ক: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ইউবিসফটের অ্যাভাটার গেম। ২০২২ সালের কোনো এক সময়ে গেমটি উন্মোচিত হবে বলে জানিয়েছে গেম প্রকাশক প্রতিষ্ঠানটি। ম্যাসিভ এন্টারটেইনমেন্টের নতুন নামকরণ করা ‘অ্যাভার : ফ্রন্টিয়ার অব পান্ডোরা’ গেমটি প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস, পিসি, এবং স্টাডিয়াতে পাওয়া যাবে। খবর এনগ্যাজেট।
ইউবিসফটের সাম্প্রতিক গেমগুলোর মতো এই গেমটির সর্বশেষ প্রজন্মের কনসোল উপযোগী সংস্করণ থাকবে না। গেমটি সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ হয়নি। ফলে ফাস্ট পারসন অ্যাকশন গেমটি ঠিক কেমন চমক নিয়ে আসবে সেটি এখনও বলা যাচ্ছে না।
গেমটিতে গেমারকে গ্রুহের বণ্যপ্রাণী এবং হিউম্যান আরডিএ ফোর্সেসের সাথে মোকাবেলা করতে হবে। গেমটি ইউবিসফটের স্নোড্রপ ইঞ্জিনের সর্বশেষ সংস্করণের সুবিধা পাবে। ফলে গেমটিতে জেমস ক্যামেরুনের সিনেমার মতোই প্রচুর ভিজ্যুয়াল থাকবে।
আগামী বছরের ১৬ ডিসেম্বর ক্যামেরুনের অ্যাভাটার সিক্যুয়েলের পর্দা উন্মোচিত হতে পারে। সিনেমা প্রকাশের জন্য হাইপ ক্যাম্পেইনের সাথে যদিও এই গেমটি উন্মোচনের কোনো সম্পর্ক নাও থাকতে পারে, তবে জনপ্রিয় সিনেমাটিকে কীভাবে ভিডিও গেমে রূপান্তর করে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুন ২০২১)