নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: দেশের ফিল্যান্সাররা নগদ প্রণোদনা পেতে ৫৫টি মার্কেটপ্লেসকে ব্যবহার করতে পারবেন।
রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত এসব মার্কেটপ্লেসের তালিকা প্রকাশ করে। যেসব মার্কেটপ্লেসে সফটওয়্যার ও আইটিইএস খাতে কাজ করে আয় করা অর্থের বিপরীতে ৪ শতাংশ প্রণোদনা নিতে পারবেন ফ্রিল্যান্সাররা।
তালিকায় আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পার আওয়ার, অ্যামাজন অ্যাসোসিয়েট, ওয়ালমার্ট অ্যাফিলিয়েট, গুগল এডসেন্স, ফেইসবুক ইউটিউব মনিটাইজেশন, অ্যাপস্টোর, প্লেস্টোরসহ বেশিরভাগ পরিচিত মার্কেটপ্লেস জায়গা পেয়েছে।
এরআগে বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এক সার্কুলারে সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য রপ্তানিতে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে মার্কেটপ্লেসকে তথ্যপ্রযুক্তি বিভাগের স্বীকৃত হওয়ার শর্ত দেয়া হয়।
পরে ২০২২ সালের ১৬ জানুয়ারি আরেকটি সার্কুলারে স্বীকৃত মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে রপ্তানি করা সফটওয়্যার ও আইটিইএস সেবার আয় কীভাবে নগদ প্রণোদনাযোগ্য হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়।
মার্কেটপ্লেসের তালিকা ও সার্কুলার দেখতে যেতে পারেন এই ঠিকানায়
(সাইবারবার্তা.কম/কেএম/৩১জানুয়ারি২০২২)