সাইবারবার্তা ডেস্ক: ব্যবহারকারীর হাতে থাকা অ্যাপল ওয়াচ সঠিক পরিস্থিতিতে হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ চিকিৎসা নজরদারি টুল। সম্প্রতি এমন রায়-ই জানিয়েছেন স্ট্যানফোর্ড গবেষকরা।
গবেষকরা বলছেন, বাসায় অবস্থান করা হৃদরোগ আক্রান্তদের দুর্বলতা নির্ভুলভাবে শনাক্ত করতে পারে অ্যাপল ওয়াচ। এজন্য শুধু ছয় মিনিট হাঁটতে হবে ওয়াচ ব্যবহারকারীকে।
গবেষণায় অ্যাপল ওয়াচ সিরিজ ৩ এবং বিশেষভাবে তৈরি ভাস্কট্র্যাক অ্যাপ ব্যবহার করে ডেটা সংগ্রহ করেছেন গবেষকরা। ফলাফল বলছে, প্রায় ‘ইন-ক্লিনিক’ পরীক্ষার মতোই ভালো ফলাফল দিতে পারছে ব্যক্তিগত স্মার্টওয়াচের ব্যবহার।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যাপল ওয়াচ এবং অন্যান্য স্মার্টওয়াচ রোগীদের ডাক্তারের কাছে শারীরিক অবস্থা বুঝতে যাওয়ার সময় বাঁচাতে পারে। তারা শুধু ঘরে হেঁটেই নিজ অবস্থা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন।
ম্যাকরিউমার্স এবং মাইহেলদিঅ্যাপলের প্রতিবেদনে উঠে এসেছে, স্ট্যানফোর্ডের গবেষকদের গবেষণাটির তহবিল অ্যাপল-ই জুগিয়েছে।
সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৮মার্চ,২০২১)