সাইবারবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বিরোধে আরেকধাপে আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এক নির্বাহী আদেশে তিনি ৫৯টি চীনা কোম্পানিতে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন, যার মধ্যে হুয়াওয়েও রয়েছে। আগামী ২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে।
নতুন আদেশের ফলে চীনা কোম্পানিতে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবেন না। এসব কোম্পানি চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কযুক্ত এমন অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হুয়াওয়ের পাশাপাশি দীর্ঘ এই তালিকায় আরও রয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসএমআইসি, টেলিকম অপারেটর চায়না মোবাইল, ভিডিও নিরাপত্তা কোম্পানি হিকভিশন এবং চীনা ডিফেন্স সেক্টর কোম্পানি প্লেথোরা। আগামী মাসে এই তালিকায় আরও চীনা কোম্পানি যুক্ত হতে পারে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)