বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

হারানো ফোন খুঁজে পাওয়ার উপায়

সাইবারবার্তা ডেস্ক:আমাদের অনেকেরই ফোন হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবং অধিকাংশ ক্ষেত্রে ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা আমরা ছেড়েই দেই। কিন্তু গুগল আপনার হারানো ফোনের হদিস বের করার উপায় বের করেছে। গুগলের এই সার্ভিস পাওয়ার জন্য ফোন আপনার ফোনের কিছু অপশন চালু রাখতে হবে। (দেখুনঃ ফোন হারিয়ে গেলে কি করবেন ।

আপনার এন্ড্রয়েড সেটটি এই মুহুর্তে কোথায় আছে এটা জানার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন –

  • প্রথমে https://android.com/find এই লিঙ্কে প্রবেশ করুন এবং আপনার গুগল একাউন্টে সাইন ইন করুন।
  • আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের উপরের লস্ট ফোন বাটনে ক্লিক করুন।
  • আপনার হারিয়ে ফোনে একাধিক ইউজার প্রোফাইল থাকলে আপনার মুল প্রোফাইলের গুগল একাউন্টে সাইন ইন করুন।
  • আপনার হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন পৌঁছাবে।

এছাড়াও আপনার ফোন গুগলের সাথে লিঙ্ক করা থাকলে google.com এ গিয়ে find my phone দিয়ে সার্চ করে ফোনটি খুঁজে বের করতে বা রিমোটলি ফোনের রিং অন করতে পারবেন।

সৌজন্যে: ডিজিটাল নিরাপত্তা এজেন্সি

(সাইবারবার্তা.কম/আইআই/জেডআই/২১মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ