সাইবারবার্তা ডেস্ক: স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য পাঁচ লাখেরও বেশি প্রিঅর্ডার পেয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অনুমান করছেন, চাহিদা মেটাতে কোনো কারিগরি সমস্যার সম্মুখীন হতে হবে না।
“একমাত্র সীমাবদ্ধতা হবে নগরাঞ্চলে ব্যবহারকারীদের উচ্চ ঘণত্বের বিষয়টি,” – এক টুইটে লিখেছেন মাস্ক। মূলত সিএনবিসি’র এক প্রতিবেদকের পোস্টের উত্তর দিচ্ছিলেন তিনি। ওই প্রতিবেদক নিজ পোস্টে লিখেছেন, স্পেসএক্স সেবাটির জন্য পুরোপুরি ফেরতযোগ্য ৯৯ ডলার নিচ্ছে। তবে, সেবার কোনো নিশ্চয়তা নেই।
মাস্ক বলছেন, “আমরা কয়েক লক্ষ ব্যবহারকারীর পরিসীমায় যাওয়ার পর এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।” স্পেসএক্স এখনও স্টারলিংকের সেবা চালুর কোনো তারিখ ঠিক করেনি। আগের পরিকল্পনা মেনে ২০২০ সালে বাণিজ্যিক সেবা দেওয়াও হয়তো সম্ভব হবে না।
রয়টার্সের প্রতিবেদন বলছে, শেষ পর্যন্ত ১২ হাজার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়াও তারা জানিয়েছে, স্টারলিংক বাবদ এক হাজার কোটি ডলার খরচ হবে।
(সাইবারবার্তা.কম/আইআই/৬ই মে,২০২১)
								
											
											


