বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

শতাধিক দেশে আসছে ইউটিউব শর্টস

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: গত বছর ভারতে সীমিত আকারে উন্মুক্ত হয় ইউটিউব শর্টস। এরপর চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রে টিকটকের প্রতিদ্বন্দ্বি এই সেবাটির বেটা সংস্করণ চালু করা হয়। ধারাবাহিকভাবে সেবাটি সম্প্রসারণ ঘটাচ্ছে ইউটিউব। সর্বশেষ তথ্যমতে, বর্তমানে শতাধিক দেশে শর্টস সেবা ব্যবহার করা যাচ্ছে। খবর এনগ্যাজেট।

 

যখন সেবাটি প্রথম উন্মোচিত হয় তখন যে কেউ শর্টস দেখতে পারতেন। যদিও দুই ডজনের মতো দেশে ইউটিউবের ফ্লিমিং এবং এডিটিং টুলসটির অ্যাক্সেস ছিলো। সোমবারের ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক পরিসরে সেবাটি পাওয়ার ঘোষণা দেয়া হয়। ফলে প্ল্যাটফর্মটিতে এখন আরও অধিক কনটেন্ট দেখা যাবে।

 

টিকটক যখন ইউটিউবের মতো হতে চলেছে ঠিক তখনই নিজেদের শর্ট-ফর্ম ভিডিও নিয়ে আসছে ইউটিউব। গত জুলাইয়ে টিকটক তার ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দিতে শুরু করেছে। ৬০ সেকেন্ডের সীমাবদ্ধতা তুলে দেয়ার মাধ্যমে টিকটক মনে করছে এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা কুকিং, বিউটি টিউটোরিয়ালের মতো বড় কনটেন্ট তৈরিতে আগের থেকে অধিক সুযোগ পাবেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৩ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ