সাইবারবার্তা ডেস্ক: দেশ যত প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার আক্রমণের ঘটনা। এমন চিত্রের দেখা মিলেছে গবেষণাকারী অনলাইন প্রতিষ্ঠান সিকি এর চলতি বছরের প্রথম প্রান্তিকের রিপোর্টে। সিকিউরলিস্টের তথ্য অনুযায়ী, র্যানসামওয়্যার ট্রোজান আক্রমণের দিক থেকে বাংলাদেশ প্রথম ১০ দেশের মধ্যে শীর্ষে রয়েছে।
দেশে র্যানসামওয়্যার ট্রোজান আক্রমণের হার ২ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশের পর শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে ইথোপিয়া, গ্রীস, পাকিস্তান, চীন, তিউনেশিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং মিশর।
এদিকে ম্যালওয়্যার আক্রান্তের দিক থেকে শীর্ষ দেশ আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান পঞ্চম। এক্ষেত্রে বাংলাদেশে রিক্সটুল বা অ্যাডওয়্যার জাতীয় ম্যালওয়্যার আক্রান্তের হার ৩৬ দশমিক ২১ শতাংশ।
সিকিউরলিস্ট জানিয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্যাস্পারস্কি ২০০ কোটির উপর আক্রমণ ব্লক করেছে। সনাক্ত করেছে ৬১ কোটির বেশি ম্যালিসিয়াস ইউআরএল। আর ৯১ হাজারের বেশি র্যানসামওয়্যার আক্রমণ ঠেকিয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)