শনিবার, অক্টোবর ১১ ২০২৫ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফিচার ফোন বাজারে এনেছে মার্সেল

সাইবারবার্তা ডেস্ক: দেশের মোবাইলফোন বাজারে যোগ হলো আরেকটি বাংলাদেশি ব্র্যান্ড মার্সেল। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফিচার ফোন বাজারে এনেছে নতুন এই ব্র্যান্ড।

 

এর আগে ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনলেও এই প্রথম মোবাইল ফোন জগতে পা রাখলো প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই স্মার্টফোন আনছে তারা।

 

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অফিসে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে মোবাইলফোন বাজারজাত করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

 

প্রাথমিকভাবে তিনটি মডেলের ফিচার ফোন বাজারে আনছে মার্সেল। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়। সাশ্রয়ী মূল্যের ফোনগুলোর মডেল এক্সিনো এ০১, এ২৫ এবং বি৫০। ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনে সাজানো ফোনগুলোতে রয়েছে ১৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ডিজিটাল ক্যামেরা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, বাংলা কি প্যাড, টর্চ লাইট নোটিফিকেশনসহ নানা সুবিধা।

 

দেশের সব মার্সেল শোরুম থেকে ক্রেতারা ওই ফোনগুলো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

সাইবারবার্তা.কম/এন‌টি/আইআই ১২ ই এ‌প্রিল ২০২১

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন