সাইবারবার্তা ডেস্ক: মি প্যাড ৫ ট্যাবলেট নিয়ে আসতে পারে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা শাওমি। বাজারে সরাসরি আইপ্যাড প্রো, গ্যালাক্সি ট্যাব সিরিজ ও হুয়াওয়ে মেট প্যাড প্রো এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে ট্যাবলেটগুলো।শাওমি’র ওই ট্যাবলেটের একটিতে দেখা মিলবে ডুয়াল চার হাজার দুইশ’ ৬০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৩সি সনদ। ফলে ডিভাইসটির ব্যাটারি সক্ষমতা আদতে গিয়ে দাঁড়াচ্ছে আট হাজার দুইশ’ মিলিঅ্যাম্প আওয়ারে।
সূত্রের বরাত দিয়ে জিএসএম অ্যারিনার প্রতিবেদন বলছে, দুটি ট্যাবলেট আসতে পারে, এর একটি হবে সাধারণ মি প্যাড ৫ এবং অন্যটি শক্তিশালী মি প্যাড ৫ প্রো।প্রো সংস্করণে দেখা মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি পর্দার এবং টাচ স্যাম্পলিং রেট থাকবে ২৪০ হার্টজ। আরও দেখা যাবে, ইন-সেল সক্রিয় পেন প্রযুক্তির এবং ডব্লিউকিউএক্সজিএ অনুপাতের ২৫৬০ x ১৬০০ রেজুলিউশন। অনেকটাই মি ১১ স্মার্টফানের মতো সেটআপে তিনটি ক্যামেরা থাকবে বলেও উঠে এসেছে রেন্ডারে।
(সাইবারবার্তা.কম/আইআই/১০ই মে ২০২১)