বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ভিডিওতে দেখানো পণ্য কেনার সুপারিশ করবে ইউটিউব

সাইবারবার্তা ডেস্ক:  ভিডিওতে যেসব পণ্যের বিজ্ঞাপন দেখানো হয়, সেগুলো কেনার সুবিধার্তে একটি তালিকা প্রস্তুত করবে ইউটিউব। দর্শক যখন ইউটিউবে স্ক্রল করবে, তখন তাদের কাছে এসব পণ্যের একটি স্বয়ংক্রিয় তালিকা চলে যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর জন্য এ ফিচারটির পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে এ ফিচারটি বিজ্ঞাপন শিল্পে বড় প্রভাব বিস্তার করবে।

এ ব্যাপারে ইউটিউব জানায়, আমরা এমন একটি ফিচার নিয়ে কাজ করছি, যেটি ভিডিওতে দেখানো কিছু পণ্যের তালিকা ব্যবহারকারীদের সামনে নিয়ে আসবে। সেই সঙ্গে এটা ব্যবহারকারীদের সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে ইউটিউবে আরো বেশি তথ্য অনুসন্ধানে সাহায্য করবে।

গত বছরের এপ্রিল থেকে ইউটিউব এ ফিচার নিয়ে কাজ শুরু করে। এ ফিচারের স্বয়ংক্রিয় পদ্ধতি সংশ্লিষ্ট পণ্য নিয়ে অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখার জন্য সুপারিশও করবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম নাইন টু ফাইভ গুগল বলছে, বর্তমানে ইউটিউবের স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি খুব ভালোভাবেই কাজ করছে। আর এ ফিচার এ ধরনের অনুসন্ধানে ভালো সহায়তা করবে।

স্টুডিও এলডব্লিউডির প্রতিষ্ঠাতা ব্র্যান্ড ডিজাইনার লরা ওয়েল্ডন বলেন, এটি গুগলকে বেশ বড় অ্যাফিলিয়েট মার্কেটের লিংক দেবে, যেটা ইনস্টাগ্রামে খুব ভালো কাজ করছে। সেই সঙ্গে গুগলকেও একই ধরনের মার্কেট স্পেস করে দেবে।

তিনি আরো বলেন, এর ফলে কনটেন্ট মেকারদের ভিডিওগুলো আরো সহজে বাণিজ্যিকীকরণ করা যাবে। যার ফলে ছোট ব্যবসায়ীরা তাদের পণ্যের বিভিন্ন ভিডিও ইউটিউবে প্রকাশ করতে এবং এর ফলে দর্শকরা সেই ভিডিও দেখে পণ্য কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

বিউটি কমিউনিকেশনস এজেন্সি সিন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর নাতাশা হিউম বলেন, যদি এ ফিচার পুরোপুরি চালু হয়ে যায়, তাহলে প্রচলিত বিজ্ঞাপন ব্যবস্থার পতন হবে।

তিনি আরো বলেন, যারা প্রসাধন সামগ্রী কেনেন ও বিনোদন নিয়ে থাকেন, তারা ইউটিউবকে সংশ্লিষ্ট পণ্য সম্পর্কিত রিভিউ, উপদেশ জানতে সার্চ ইঞ্জিনের মতোই ব্যবহার করে থাকেন।

নাতাশা বলেন, এ ফিচারের ফলে প্রসাধন সামগ্রী কেনার ক্ষেত্রে ক্রেতারা সৌন্দর্য বিশেষজ্ঞদের প্রস্তাবিত সামগ্রী সহজেই খুঁজে পাবেন।

সেই সঙ্গে এ প্রযুক্তিপণ্যের রিভিউকে আরো বিস্তৃত পরিসরে নিয়ে যাবে। যেমন একটা মিউজিক ভিডিওতে কী ধরনের মেকআপ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কেও জানা যাবে।

সৌজন্যেঃ বণিক বার্তা

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৫মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ