ব্লু স্ক্রিণের পরিবর্তে উইন্ডোজ ১১ এ ব্ল্যাক স্ক্রিণ - CyberBarta.com
  শুক্রবার, জানুয়ারি ১০ ২০২৫ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি

ব্লু স্ক্রিণের পরিবর্তে উইন্ডোজ ১১ এ ব্ল্যাক স্ক্রিণ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শুধুমাত্র স্টার্ট মেন্যুতেই ভিজ্যুয়াল পরিবর্তন এনে থামছে না মাইক্রোসফট। দ্য ভার্জ জানিয়েছে, বিভিন্ন ত্রুটির কারণে কয়েক বছর ধরে যে ব্লু স্ক্রিণ অব ডেথ দেখা যেতো সেটিতেও পরিবর্তন আসছে। নতুন অপারেটিং সিস্টেমে ব্লু স্ক্রিণের পরিবর্তে ব্ল্যাক অর্থাৎ কালো রঙের স্ক্রিণ দেখা যাবে।

 

২০১৬ সালে কিউআর কোড যুক্ত করার পর এবারই প্রথম উইন্ডোজ ইন্টারফেসের এই অংশে বড় ধরনের পরিবর্তন আনছে মাইক্রোসফট। এখনও নতুন ব্লু স্ক্রিণ অন ডেথ (বিএসওডি) চালু করা হয়, তবে ব্যবহারকারী চাইলে অফিশিয়ালি চালুর আগেই উইন্ডোজ রেজিস্ট্রি থেকে নিজেই এই পরিবর্তন করে নিতে পারবেন।

 

মাইক্রোসফট বিএসওডির রঙ কেনো পরিবর্তন করছে সেটি এখনও পরিস্কার নয়। তবে দ্য ভার্জ জানিয়েছে, অপারেটিং সিস্টেমটিকে আরও আধুনিক করতে উইন্ডোজ ইন্টারফেসের বিভিন্ন জায়গাতেই পরিবর্তন আনছে মাইক্রোসফট।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন