বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

বন্ধ হবে স্কাইপ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: আজ থেকে ১০ বছর আগে ৮.৫ বিলিয়ন ডলার দিয়ে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। ওই সময় এটাই ছিল তাদের সবচেয়ে বড় অধিগ্রহণের ইতিহাস। এত অর্থ দিয়ে অ্যাপটি কেনায় অনেকেই চোখ কপালে তুলেছিলেন। পরে অ্যাপটি এক বিলিয়ন বার ডাউনলোডের রেকর্ড গড়ে।

 

কিন্তু ভিডিও কলিংয়ের এই রমরমা সময়ে অবসান ঘটতে যাচ্ছে এই ভিডিও কলিং অ্যাপটি। প্রযুক্তিবিদরা বলছেন,উইন্ডোজ-১০ বন্ধ করে ১১ ভার্সন চালুর পরপরই অবসান ঘটবে স্কাইপ যুগের।

 

কেননা উইন্ডোজ ১১ ভার্সনে ভিডিও-কলিং অ্যাপ ‘মাইক্রোসফট টিম’ ডিফল্ট থাকবে। স্কাইপ থাকবে ঐচ্ছিক।
এ নিয়ে আইরিশ অ্যান্ড সানডে ইন্ডিপেনডেন্টের প্রযুক্তি বিভাগের সম্পাদক অ্যাড্রিয়ান ওয়েকলার বিবিসিকে বলেছেন, ‘মনে হচ্ছে মাইক্রোসফট স্কাইপকে হত্যা করতে যাচ্ছে।’

 

একইভাবে ‘বাই-বাই স্কাইপ’ বলে জনপ্রিয় এই ভিডিও অ্যাপটিকে বিদায় জানিয়ে দিয়েছেন ফিউচার পাবলিশিং কনটেন্ট ডিরেক্টর জেরেমি কাপলান। আর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সম্পাদক টম ওয়ারেন মাইক্রোসফটের সিদ্ধান্তের খবর শুনেই বলেছেন, ‘রিপ স্কাইপ।’

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ