মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বউ-শাশুড়ির গোসলের ভিডিও ভাইরাল,ডিজিটাল আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই আবুল হাসান জানান, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তারেক বিভিন্ন সময়ে একই এলাকার এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের এবং বাসার ভিতরে কাজ করার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।

 

এর আগে গত ২৫ জুন রাত ১টা ৩৬ মিনিটে নাদিম নামে একজনের আইডি থেকে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে সম্মানহানি করা হয়।

 

এ ব্যাপারে তারেকসহ অজ্ঞাত নামা দুই-তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ