নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ভিডিও গেমস ফ্রি ফায়ারের আইডি হ্যাক করায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে আরেক কিশোর।শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত মাহমুদ (১৬) আরামবাগের কবির মিয়ার ছেলে।
আর ছুরিকাঘাত করা মোহাম্মদ সজিব (১৭) একই এলাকার কায়নাত আলীর ছেলে। ঘটনাস্থল থেকেই সজিবকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, আটক সজিব আহত মাহমুদের মামাতো ভাই। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হলেও মাহমুদের পরিবারের লোকজন এখনও থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার বিবরণে ওসি জানান, ফ্রি ফায়ারের আইডি হ্যাকের বিষয়ে মাহমুদ ও সজিবের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় সজিব বাড়ি থেকে একটি ছুরি নিয়ে এসে মাহমুদের পেটে আঘাত করে। পরিবারের লোকজন মাহমুদকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
(সাইবারবার্তা.কম/আইআই/২৬ জুলাই ২০২১)