বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মাদ্রাসাছাত্র গ্রেফতার

সাইবারবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে শেখ রাসেল (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।শেখ রাসেল চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হেসেনের ছেলে। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তারের পর দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান বলেন, গত ১৭মে শেখ রাসেল নামে একটি ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করে। পরে খোজ নিয়ে জানা যায়, চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হেসেনের ছেলে। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বাশঁবাড়িয়া কওমী মাদ্রাসার সাত জামাতের শিক্ষার্থী।এঘটনায় চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ বাদী হয়ে সোমবার রাতে তথ্য প্রযুক্তি আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামি শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৯ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ