মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফেসবুক বন্ধের সময় টেলিগ্রামে ৭ কোটি নতুন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: সোমবার সামাজিক যোগাযোগ ফেসবুক বন্ধ থাকার কারণে হয়তোবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। কারণ, মাত্র ৬ ঘন্টায় ৭ কোটিরও অধিক নতুন গ্রাহক পেয়েছে অ্যাপটি। খবর রয়টার্স।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ ৭ কোটি নতুন গ্রাহক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ছয় ঘন্টা ফেসবুক ও এর মেসেজিং সেবা থেকে বঞ্চিত ছিলো গ্রাহকরা। আর তাই তারা বিকল্প হিসেবে টেলিগ্রামে যুক্ত হন।

 

কনফিগারেশনে জটিলতার কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের প্রায় ৩৫০ কোটি গ্রাহক এগুলোর সেবা ব্যবহার করতে পারেননি।

নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দুরভ বলেন, টেলিগ্রামের গ্রাহক সংখ্যার দৈনিক প্রবৃদ্ধি হটাৎ করেই হু হু করে বেড়ে গেছে। আমরা একদিনে অন্যান্য প্ল্যাটফর্মের ৭ কোটি শরণার্থীকে স্বাগত জানিয়েছি।

 

তবে হটাৎ করেই একই সময়ে লগইন বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অনেক গ্রাহক টেলিগ্রাম সেবাটি ব্যবহারে ধীরগতি পেয়েছেন। তবে সেবাটি ব্যবহারের কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদের।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৬ অক্টোবর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ