সাইবারবার্তা ডেস্ক: সরকার ফেসবুক ও ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, ‘গুগল এবং আমাজন ইতিমধ্যে নিবন্ধন করে ভ্যাটের আওতায় এসেছে। আর বাকি যারা এখনো নিবন্ধন করেনি, তারাও যাতে নিবন্ধন করে ভ্যাটের আওতা আসে, তা সরকার চায়। সরকার সবার জবাবদিহি চায়। সবাই নিবন্ধন করে আইনের আওতায় এসে তাদের স্বাধীনতা মতো কাজ করুক।’
এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে কোনো প্রকার হস্তক্ষেপ সরকার করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে কেউ মিথ্যাচার করলে তাকে আইনের আওতায় আসতে হবে। এজন্য ফেসবুক-ইউটিউবের নিবন্ধনের আওতায় আসা জরুরি। একজনের দোষে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই নিবন্ধন করা থাকলে অপরাধীকে জবাবদিহির মধ্যে আসবে। অন্যদের ভোগান্তি থাকবে না। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আ ক ম মোজাম্মেল হক।তিনি জানান, এসব মাধ্যমে বিজ্ঞাপনের টাকা পরিশোধ পদ্ধতি জানতে চাওয়া হয়েছে। পরবর্তী সভায় সেই তথ্য উপস্থাপন করতে হবে। মন্ত্রী মনে করেন, দেশে ইউটিউব, ফেসবুক ও গুগলের অফিস না থাকায় অনেক কিছুই নিয়ন্ত্রণে আনা যায় না।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)