বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

টিকটকের কাছে ক্ষতিপূরণ দাবি ১৪ হাজার কোটি টাকা

সাইবারবার্তা ডেস্ক: ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ এর মতো বিপজ্জনক সব চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহিত করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক। একইসঙ্গে অনুমতি ছাড়াই টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে চীনের ইন্টারনেট কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

 

এমন সব অভিযোগ এনেই বিশ্ব-তোলপাড় করা এই প্ল্যাটফর্মটির কাছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে নেদারল্যান্ডসের একদল অভিভাবক।

 

অভিভাকদের পক্ষে মঙ্গলবার এ বিষয়ে আমস্টারডামের এক আদালতে টিকটকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দ্য মার্কেট ইনফরমেশন রিসার্চ ফাউন্ডেশন। সংগঠনটি দেশটির অনন্তত ৬৪ হাজার অভিভাবকের প্রতিনিধিত্ব করছে।

 

২০১৮ সালের ২৫ মে থেকে শিশুদের যে ক্ষতি হয়েছে তা টাকার অঙ্কে নির্ধারণ করেছে সোমি। ১৩ বছরের নিচের প্রতিটি শিশুর জন্য প্রায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ১৩ থেকে ১৫ বছর বয়সীদের জন্য এক লাখ এবং ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

 

সংগঠনটির আইনজীবী ডুভে লিন্ডার্স নেদারল্যান্ডসের গণমাধ্যমকে জানিয়েছেন, শিশুদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করছে টিকটিক- যা ইউরোপীয় ইউনিয়নের আইনের লঙ্ঘন। টিকটক কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে এটা স্পষ্ট না করলেও এসব তথ্য যুক্তরাষ্ট্র কিংবা চীনের কাছে পাঠানো হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন লিন্ডার্স।

 

তবে টিকটক বলছে, শিশুদের রক্ষায় ১৩ থেকে ১৫ বছর বয়সীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই ‘প্রাইভেট’ করে রাখা হয়। এছাড়া নজরে আসা মাত্রই টিকটকের অনুপযুক্ত ভিডিও সরিয়ে ফেলা হয়। ব্যবহারকারীরাও চাইলে কোনো ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ