নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থেকে র্যাব সদস্যরা গতকাল মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছেন। র্যাব বলছে, ওই দুজন নিষিদ্ধ উগ্র সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তাঁদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার খলিলুর রহমানের ছেলে মেরাজুল আবরার (১৯) ও হাটহাজারীর গড়দুয়ারা এলাকার মো. ইউছুফের ছেলে সাহিদ হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা র্যাব-৩-এর একটি দল ওই অভিযান চালায়। অভিযানকালে ওই দুজনের ঘর থেকে উগ্রবাদী মতাদর্শের বেশ কয়েকটি বই ও মুঠোফোন জব্দ করা হয়েছে। মুঠোফোনে আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগের বিভিন্ন তথ্য পেয়েছে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে ওই দুজন জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন ধর্মীয় বক্তার বক্তব্য শুনে আনসার আল ইসলামে যোগদানে অনুপ্রাণিত হন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, র্যাব-৩–এর ডিএডি ফিরোজ হোসেন বাঁশখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে মেরাজুল ও সাহিদকে থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হবে।
(সাইবারবার্তা.কম/আইআই/৮ সেপ্টেম্বর ২০২১)