সাইবারবার্তা ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়া। এই হামলায় এয়ার ইন্ডিয়ার গত ১০ বছরের প্রায় ৪৫ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে এই হামলার ঘটনা ঘটলেও তিন মাস পর বিষয়টি অবহতি করলো বিমান সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ অগস্ট থেকে গত ৩ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাছে যত তথ্য নথিভুক্ত আছে তার সবই এই হামলার শিকার হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে।ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ধারণা করা হচ্ছে, প্রায় ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে সংস্থাটি।
(সাইবারবার্তা.কম/আইআই/২২ মে ২০২১)