মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

এক সাথে চার ডিভাইসে ব্যাবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

সাইবারবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যাবহারের সুবিধা বাড়ছে। এখন একসঙ্গে একটি স্মার্টফোনে অ্যাপটি ব্যবহার করা যায়। সেই সুবিধা বাড়িয়ে একসঙ্গে সর্বোচ্চ চারটি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ আসছে। ওয়াবেটাইনফো জানিয়েছে, মাস দুয়েকের ভেতর ফিচারটি আসবে।

 

আজ রোববার হোয়াটসঅ্যাপ নিয়ে খবর প্রকাশকারী ওয়েবসাইটটি এই ফিচারের কিছু সুবিধা-অসুবিধার কথা জানতে পেরেছে। প্রতিবেদনে বলা হয়, প্রধান ডিভাইসে সক্রিয় ইন্টারনেট না থাকলেও অন্য ডিভাইসগুলোতে হোয়াটসঅ্যাপ চালানো যাবে।

 

ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি দুই মাসের মধ্যে ফিচারটি আনতে চাচ্ছে। তবে আরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এটি একটি জটিল ফিচার।

 

প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ডিভাইসে চালানোর সময় আইওএস থেকে অ্যান্ড্রয়েডে ডেটা মাইগ্রেশন করা যাবে। মাইগ্রেশন করার সময় প্রতিবার আপডেট চাইবে হোয়াটসঅ্যাপ। লিংকড ডিভাইসে ভয়েস এবং ভিডিও কল কাজ করবে। তবে আউটডেটেড হোয়াটসঅ্যাপ ভার্সনে মেসেজ কিংবা কল করা যাবে না।

 

ফিচারটি বেটা ভার্সনে প্রথম আসবে। তখন কিছুটা সমস্যা থাকবে-আইফোন থেকে অ্যান্ড্রয়েডে লিংক নাও করা যেতে পারে। তবে ধীরে ধীরে সমস্যাগুলো ঠিক হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২১ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ