বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

উৎসে কর অব্যাহতি চেয়েছে ই-ক্যাব

সাইবারবার্তা ডেস্ক: ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেট থেকে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ থেকে অব্যাহতি চেয়েছে ই-ক্যাব। একইসঙ্গে দ্রুত ডিজিটাল কমার্স নির্দেশিকা বাস্তবায়ন, ট্রেড লাইসেন্সে ই-কমার্স সংযুক্তিকরণে নবনিযুক্ত বাণিজ্য সচিবের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

 

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের নেতৃত্বে রবিবারে বিকেলে সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কুমার ঘোষের সাথে সৌজন্য সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরেন ই-ক্যাব কার্যকরি পরিষদ সদস্যবৃন্দ। বৈঠকে আসন্ন ডিজিটাল হাট নিয়েও আলোচনা করা হয়।

 

এসময়  ডব্লিউটিও সেলর মহাপরিচালক, অতিরিক্ত সচিব, মোঃ হাফিজুর রহমান, ই-ক্যাবের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু, পরিচালক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান ও জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।

 

সভাশেষে  অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু জানান, বাণিজ্য সচিব এই বিষয় গুলো নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেটের বিষয়গুলো এনবিআরকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ