সাইবারবার্তা ডেস্ক: বঙ্গবন্ধুর ছয় দফার পর তার জীবনী নিয়ে আইসিটি বিভাগের আয়োজনে শুরু হলো জ্ঞানের প্রতিযোগিতা মুজিব অলিম্পিয়াড। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অলিম্পিয়াডে বিশ্বের সকল দেশ থেকে বাংলাভাষীরা অংশ নেবে আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হয়ে উঠতেই ডিজিটাল মাধ্যমে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
জীবন সংগ্রামে জয়ী হতে বঙ্গবন্ধুর আদর্শ চলার পথের পাথেয় উল্লেখ করে তিনি বলেছেন, এই উদ্যোগের মূল লক্ষ্যই হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়াবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। যাতে জাতির পিতার ব্যক্তি জীবন ও সংগ্রামী রাজনৈতিক জীবন থেকে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায় স্বদেশ প্রেমের, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে আগামী গড়তে পারে।
অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন।আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
মুজিব অলিম্পিয়াড.গভ.বিডি ওয়ব সাইটে আগামী ২৪ জুন পর্যন্ত নিবন্ধন করে এই কুইজে অংশ নেয়া যাবে। ১০০ নম্বরের পরিক্ষা।এছাড়াও আমার মুজিব প্রতিযোগিতায় অংশ নিতে ২০ জুন এবং স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতায় ২৫ জুলাই ভিডিও জমা দেয়া যাবে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৫ জুন ২০২১)