সাইবারবার্তা ডেস্ক: অবশেষে আইওএস ব্যবহারকারীদের জন্য বহুল প্রত্যাশিত পিকচার-ইন-পিকচার (পিআইপি) সুবিধা চালু করলো ইউটিউব। সকল প্রিমিয়াম গ্রাহকরা শিগগিরই এই ফিচারটি উপভোগ করতে পারবেন। একইসাথে যুক্তরাষ্ট্রের সকল গ্রাহকদের জন্য পিআইপি চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউটিউব।
পিকচার-ইন-পিকচার ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের মোবাইল ডিভাইসে ইউটিউব অ্যাপের বাইরে ব্রাউজিংয়ের সময় ছোট প্লেয়ারে ইউটিউব ভিডিও দেখতে পারেন।
গতবছর আইওএস ১৪ এর অংশ হিসেবে অ্যাপল তাদের আইফোনে পিআইপি সুবিধাটি উন্মুক্ত করে। নেটফ্লিক্স, টুইচ, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস এবং অ্যাপল টিভিসহ অনেক ভিডিও স্ট্রিমিং অ্যাপ এই ফিচারটি সমর্থন করে।
২০১৮ সাল থেকে অ্যান্ড্রয়েডে পিআইপি সমর্থন চালু হলেও এতোদিন ধরে আইওএসে ফিচারটি চালু করা হয়নি। অবশেষে বহুল আকাঙ্খিত ফিচারটি চালু করা হচ্ছে। তবে এটি চালুর কোনো টাইমলাইন প্রকাশ করেনি ইউটিউব।
(সাইবারবার্তা.কম/আইআই/২০ জুন ২০২১)