সাইবারবার্তা ডেস্ক: অনলাইন শিক্ষা পদ্ধতিতে ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ জুম, গুগল ক্লাসরুমের মতো প্লাটফর্মগুলো। করোনা মহামারীর শুরুর দিকে এসব প্লাটফর্মে শিক্ষাদান ব্যবস্থা চালু রাখলেও সময় এসেছে অনলাইনে শিক্ষার জন্য নিজেদের প্লাটফর্ম তৈরির।
বুধবার (১৬ জুন) বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত ‘অনলাইন পরীক্ষাঃ সক্ষমতা ও গ্রহণযোগ্যতা’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।
ওয়েবিনারে অংশ নিয়ে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান জানান, অনলাইন শিক্ষায় বিদেশের প্ল্যাটফর্মের ব্যবহার বেড়েছে, কিন্ত লম্বা সময়ের জন্য প্রয়োজন নিজেদের তৈরি প্ল্যাটফর্ম।
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতির সঙ্গে একমত পোষণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি জানান, করোনার কারণে বাংলাদেশে অনলাইন অবকাঠামো তৈরির সুযোগ তৈরি হয়েছে।
অনলাইনে আন্তর্জাতিক মানের পরীক্ষা কিভাবে নেয়া যেতে পারে সে বিষয়ে খাতসংশ্লিষ্টদের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাফায়েত হোসেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন বেসিস স্টুডেন্টস ফোরামের যুগ্ম- কোর্ডিনেটর (কমিউনিকেশন্স) মুন মন্ডল রাজীব।
(সাইবারবার্তা.কম/আইআই/১৭ জুন ২০২১)