:: নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা.কম :: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) নীতি পরামর্শক (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে রাজনৈতিক সরকার এ আইনের অপব্যবহার করতে না পারে।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এই অধ্যাদেশ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-কে প্রযুক্তি নিরপেক্ষ করার চেষ্টা হয়েছে। এতে আগের আইনের নয়টি ধারা রহিত করা হয়েছে। এর ফলে আগে যেসব মামলা হয়েছে সেগুলোর ৯০ থেকে ৯৫ শতাংশ মামলা খারিজ হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন আইন ও পলিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা, আইন অধিশাখার উপসচিব মোহাম্মদ ইউছুফ ও প্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান প্রমুখ।
(সাইবারবার্তা.কম/২২জানুয়ারি২০২৫/১৯৩৬)