নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: সম্ভাব্য গ্রাহক দুর্ভোগ এড়াতে অবশেষে ক্যাশ সার্ভার প্রত্যাহারের সময় বাড়লো ৫ মাস। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব আইএসপি তাদের নেটওয়ার্কে ক্যাশ সার্ভার রাখতে পারবে।
তবে এর সাতদিনের মধ্যে ন্যাশনওয়াইড আইএসপি ছাড়া অন্যান্য সকল আইএসপি অপারেটর প্রান্তে স্থাপিত ক্যাশ সার্ভার প্রত্যাহার করে তা বিটিআরসিকে নিশ্চিত করতে হবে। মঙ্গলবার আগের নির্দেশনা বাতিল করে নতুন এই প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
কমিশন উপ-পরিচালক মাহরীন আহসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রান্তিক পর্যায়ের আইএসপি সেবাদাতাদের ব্যান্ডউইথ সরবরাহে পর্যাপ্ত সংখ্যক পপ স্থাপন করবে। আর লাইসেন্স গাইড লাইনের ২২ অনুচ্ছেদ অনুযায়ী, আইএসপি অপারেটররো আইআইজিদের কাছ থেকে ব্যান্ডউইথ নেবে।
এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে গত ১ ফেব্রুয়ারি ৬ মাসের সময় দিয়ে আইএসপিগুলোর মধ্যে শুধু নেশনওয়াইড আইএসপি ছাড়া অন্যরা (বিভাগীয়, জেলা ও থানা পর্যায়) ক্যাশ সার্ভার রাখতে পারবে না বলে নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি। নির্দেশনা বাস্তবায়নে তখন আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছিলো।
বিটিআরসির ওই নির্দেশনায় মনোক্ষুণ্ন হয়ে আইএসপিএবি নেতারা সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বিটিআরসির সামনে প্রেজেন্টেশন দেওয়া হয় আইএসপিএবির পক্ষ থেকে। এতে সব আইএসপিকে সমান সুযোগ (ক্যাশ সার্ভার রাখার) দেওয়ার আবেদন জানানো হয়। এখন যেভাবে আছে সেভাবেই সবার জন্য সমান সুযোগ রাখার কথাও বলেন তারা।
এছাড়াও তাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিষয়টি টেলিযোগাযোগ মন্ত্রী ও বিটিআরসি প্রধানকে গুরুত্ব দেয়ার আহ্বান জানায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।
(সাইবারবার্তা.কম/আইআই/২৮ জুলাই ২০২১)