নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: গত তিন বছরে ৭১ হাজারের বেশি মেয়ে সাইবার সচেতনতামূলক প্রশিক্ষণ পেয়েছে জানিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশে টেক স্টার্টআপ ও ই-কমার্সসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নারীর অংশগ্রহণ ২৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে ২০৪১ রীর প্রতি সহিংসতা রোধে ডিজিটাল অ্যাপ্লিকেশনের ব্যবহারের কথা তুলে ধরে সালের মধ্যে এই হার ৫০ শতাংশে নিয়ে যাওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
বৃহস্পতিবার প্যারিসে জেনারেশন ইকুয়িটি ফোরামের ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক আয়োজনে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
শেখ হাসিনা বলেন, “ডিজিটাল বাংলাদেশ ভিশন আইটি খাতে অর্থবহভাবে নারীদের সংযুক্ত করেছে। আমরা আইটি খাতে দক্ষ জনবল এবং উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ব্যবহারিক প্রকল্প চালু করেছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “বেইজিং সম্মেলনের ২৫তম বার্ষিকীর অনুষ্ঠানে আমার আগের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ আমি এই প্রতিশ্রুতি দিতে চাই।”
বক্তব্যের শুরুতেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৫ সালে বেইজিংয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নারীর ক্ষমতায়নের জন্য দৃঢ় অঙ্গীকার করেছিল। দুঃখজনকভাবে সেসব অঙ্গীকার অপূর্ণ থেকে গেছে। বৈশ্বিকভাবে রাজনীতিতে, অর্থনীতিতে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের চিত্র উৎসাহব্যাঞ্জক নয়।”
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুলাই ২০২১)