শুক্রবার, নভেম্বর ১ ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বারজজ আদালতের বিচার কাজ পরিচালিত হবে ভার্চুয়ালি। একইভাবে হাইকোর্টের তিনটি বেঞ্চের বিচারিক কার্যক্রমও চলবে সীমিত পরিসরে।

 

বুধবার (৩০ জুন) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশক্রমে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বারজজ আদালতের বিচার কাজ পরিচালিত হবে। এর মধ্যে ৬ ও ৭ জুলাই আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল এবং জেল আপিল শুনানি হবে। আপিল বিভাগের বিচারপতিরা, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও অন্যান্য কর্মকর্তারা নিজ বাসা থেকে ভার্চুয়ালি শুনানি করবেন।

 

এছাড়াও হাইকোর্টের রিট, মোশন ও অর্থ সংক্রান্ত তিনটি আলাদা বেঞ্চ ভার্চুয়ালি চলবে। এসব আদালতে অতিব জরুরি বিষয় ছাড়া অন্য কিছু শুনানি হবে না। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসতে নিষেধ করা হয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ