বুধবার, মার্চ ১৯ ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

চার বছর আগের ভিডিও শেয়ার, ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার ২

 

বগুড়া সাইবার অপরাধ ইউনিটের পরিদর্শক এমরান মাহমুদ  বলেন, গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

 

পুলিশ জানিয়েছে, বগুড়া শহরের যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ অক্টোবর অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সাতমাথায় পুলিশ-ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ ব্যাটারিচালিত ১৭টি রিকশা বুলডোজার দিয়ে ভেঙে দেয়। রিকশা ভেঙে ফেলার সময় চালকদের কান্না ও আহাজারির ভিডিও ওই সময় ফেসবুকে ভাইরাল হয়।

বগুড়া সাইবার অপরাধ ইউনিটের পরিদর্শক এমরান মাহমুদ  বলেন, গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

 

এদিকে ২০ জুন সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। পুলিশের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়টি নতুন করে আলোচনায় আসার সুযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে শরিফুল ও মাহবুর নামে ওই দুই শিক্ষার্থী ২০১৭ সালের পুরোনো ভিডিও ফেসবুক গ্রুপে শেয়ার করেন।

 

এমরান মাহমুদ বলেন, গ্রেপ্তার শরিফুল একাই তিনটি ফেসবুক আইডি এবং তিনটি গ্রুপের অ্যাডমিন। গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা ছাড়াও তাঁরা পরিকল্পিতভাবে গুজব ছড়ানো এবং রাষ্ট্র ও সরকারবিরোধী নানা প্রচারণায় জড়িত। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ফিরোজ হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির উপপরিদর্শক শওকত আলমকে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ