সাইবারবার্তা ডেস্ক: মুঠোফোনের মাধ্যমে আপত্তিকর ছবি বেচাকেনা করার অভিযোগে ছয় তরুণকে গ্রেপ্তার করেছে লালপুর থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার মঞ্জিলপুকুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া তরুণেরা নিজেরা আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে, তা অন্য তরুণদের কাছে বিক্রি করেন। আবার অন্যদের কাছ থেকে ছবি কিনে নিয়ে, তা বেশি টাকার বিনিময়ে তরুণদের কাছে বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লালপুর থানা-পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে মঞ্জিলপুকুর উচ্চবিদ্যালয়ের দোতলা ভবনের বারান্দায় বসে ছয় তরুণ মুঠোফোনে অন্য তরুণদের সঙ্গে অশ্লীল ছবি কেনাবেচা করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ১২টি সিম কার্ড, নগদ ২ হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. শুকচাঁদ মিয়ার ছেলে মো. মাজেদুল ইসলাম (২৪), বানিয়াপাড়া গ্রামের মো. শাহাদুল ইসলামের ছেলে মো. জিসান আহম্মেদ (১৬), লালপুরের রামপাড়া গ্রামের মো. মানিক উদ্দিনের ছেলে মো. সোহাগ আলী (১৯), নওপাড়া গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. সামিরুল ইসলাম ওরফে সামী (২১), মো. হুরমত আলীর ছেলে মো. সেলিম রেজা (২১) এবং বিলমাড়িয়া গ্রামের মো. আনারুলের ছেলে মো. শান্ত (২২)।
(সাইবারবার্তা.কম/আইআই/১৯ জুন ২০২১)