সাইবারবার্তা ডেস্ক: গতবছর অনার ব্র্যান্ডকে বিক্রি করে দিয়েছে হুয়াওয়ে। তাই পূর্বের মালিকানা কোম্পানি হুয়াওয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা বিক্রি হওয়ার অনার ব্র্যান্ডের ক্ষেত্রে প্রযোগ্য হবে না। আর তাই গুগলের সিকিউরিটি রিভিউ প্রসেসের মাধ্যমে পুনরায় অনার ফোনে যুক্ত হচ্ছে গুগল অ্যাপস। খবর এনগ্যাজেট।
অনার ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন অনার ৫০ ও অনার ৫০ প্রো মডেলের গুগল অ্যাপ প্রি-ইনস্টল হিসেবে রাখা যাবে। গুগলের লাইসেন্সিং ও গভর্নেন্স মডেল মেনেই এই কাজটি করতে পারবে অনার। ফলে নতুন ফোনগুলোতে গুগল মোবাইল সার্ভিসেস (জিএমএস) যুক্ত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে অনার জানিয়েছে, জিএমএস থাকার ফলে অনার স্মার্টফোন ও ট্যাবলেট গ্রাহকরা গুগল অ্যাপস ব্যবহার করতে পারবেন।উল্লেখ্য, ২০১৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশমতে চীনের হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এরফলে হুয়াওয়ে ডিভাইসে গুগল অ্যাপস ও সেবা ব্যবহারে বিরত থাকতে হয় কোম্পানিটিকে। তবে এই পলিসি অনার ব্র্যান্ডের উপর গতবছর ব্র্যান্ডটি বিক্রির আগ পর্যন্ত বলবৎ ছিলো। এখন আর সেটি অনারের ক্ষেত্রে কার্যকর থাকছে না।
(সাইবারবার্তা.কম/আইআই/১৭ জুন ২০২১)