সাইবারবার্তা ডেস্ক: গুগল তাদের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য নতুন ছয়টি ফিচারের ঘোষণা দিয়েছে। ফিচারগুলো শুধুমাত্র পিক্সেল ফোনে সীমাবদ্ধ নেই, সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই এগুলো ব্যবহার করতে পারবেন। খবর জিএসএম এরিনা।
একসাধে এতোগুলো বড় ফিচারের ঘোষণা এবারই প্রথম। আর এর মধ্যে অন্যতম সেরা ফিচার হলো ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম। পূর্বে নির্দিষ্ট দেশের জন্য ফিচারটি চালু থাকলেও শিগগিরই বিশ্বব্যাপী ফিচারটি চালু হবে। তবে ভূমিকম্প প্রবণ দেশগুলোতে আগে ফিচারটি চালু করা হবে।
এরপর রয়েছে মেসেজেস অ্যাপে স্টার মার্ক করে রাখার সুযোগ। এই ফিচারটির মাধ্যমে প্রথমে কোনো মেসেজে ট্যাপ করে স্টার মার্ক দেয়া যাবে। আর নতুন যুক্ত হওয়া স্টার ক্যাটাগরিতে ক্লিক করলে ঐ মেসেজগুলো এক জায়গায় পাওয়া যাবে। ফলে সহজেই গুরুত্বপূর্ণ মেসেজগুলো খুঁজে পাওয়া যাবে।
এছাড়া জিবোর্ড বেটা সংস্করণে যুক্ত হয়েছে বর্ণনাপ্রাসঙ্গিক ইমোজি কিচেন সাজেশন, যা পরবর্তী স্ট্যাবল সংস্করণে যুক্ত হবে। ফলে কোনো টেক্সট লিখলে সেটার জন্য যথাযথ ইমোজি খুঁজে পাওয়া যাবে। এখন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট যেকোনো অ্যাপের যথাযথ স্থানে নিয়ে যাবে। ধরুন আপনি ইন্টারনেট বিল পরিশোধ করতে চাচ্ছেন। তাহলে ‘হে গুগল পে মাই ইন্টারনেট বিল’ বললে সেটি আপনার নির্দিষ্ট অ্যাপের বিল সেকশনে নিয়ে যাবে।
এছাড়া ভয়েসের মাধ্যমে নির্দিষ্ট সেটিংয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ফলে ভয়েসের মাধ্যমেই অ্যাপ নেভিগেশন কিংবা সেটিংসে যাওয়া যাবে। যদি সেই অ্যাপে পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে এটি পাসওয়ার্ড ইনপুট করার সুযোগ দেবে।
সর্বশেষ যে বড় ফিচারটি ঘোষণা করা হয়েছে সেটি হলো অ্যান্ড্রয়েড অটোর বাড়তি কাস্টোমাইজেশন সুবিধা। ফোন থেকেই লঞ্চার স্ক্রিণ এবং ম্যানুয়ালি ডার্ক মোড সেট করা যাবে। এছাড়া কনটেন্ট ব্রাউজিংয়েও দ্রুত নিচ থেকে উপরে যাওয়া কিংবা এ টু জেড আকারে সাজানো যাবে। নতুন সেটআপকে দ্রুত ও সহজ করা হয়েছে। যুক্ত হয়েছে ইভি চার্জিং, পার্কি ও নেভিগেশন অ্যাপ। উন্নত করা হয়েছে মেসেজিং অভিজ্ঞতাও।
(সাইবারবার্তা.কম/আইআই/১৭ জুন ২০২১)