বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফেসবুক আসক্তিতে সচেতনতার আহ্বান তথ্যমন্ত্রীর

সাইবারবার্তা ডেস্ক: ধূমপান ছাড়াও এখন মানুষের মধ্যে নতুন একটি আসক্তি তৈরি হয়েছে। আধুনিক সময়ের এই আসক্তি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি।

 

বুধবার ল’ রিপোর্টার্স ফোরাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যৌথভাবে আয়োজিত তামাক বিরোধী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আসক্তি বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

মন্ত্রী বলেন, এখন দেখা যায়, বাবা-মাও ফেসবুক নিয়ে বসে আছে। ছেলে-মেয়েও বসে আছে। এটা আরেকটা আসক্তি। আধুনিক যুগের আসক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি। রাতের বেলা ঘুম থেকে উঠে অনেকে সন্তানের খবর নেন না, পাশে সন্তান শুয়ে ঘুমাচ্ছে কি না সেই খবর নেয় না। ফেসবুক খুলে দেখে। সামাজিক যোগাযোগের এমন আসক্তি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ক্যাম্পেইন করার ওপর গুরুত্বারোপ করেন ড. হাছান মাহমুদ।

 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি নিয়েও একটু আলোচনা হওয়া দরকার। এগুলো অন্তত জাতীয় আলোচনায় নিয়ে আসতে হবে।আর এ অবস্থায় সুস্থ্য সমাজ গড়তে হলে পরিবারের সদস্যদের সচেতন থাকার ওপরও পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প সমন্বয়কারী জায়েদ সিদ্দিকী।

 

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের পরিচালিত কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান এপিডেমিওলোজি এন্ড রিসার্চ অধ্যাপক ড সোহেল রেজা চৌধুরী, প্রজ্ঞার হেড অফ টোব্যাকো কন্ট্রোল হাসান শাহরিয়ার এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর লীড পলিসি এডভাইজার মোস্তাফিজুর রহমান।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৭ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ