সাইবারবার্তা ডেস্ক: ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি দুই বছরের জন্য ফেসবুক থেকে নিষিদ্ধ। আর সেই শাস্তি পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
এএফপি প্রকাশিত খবরে বলা হয়, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে প্রাণঘাতী হামলা ও দাঙ্গায় উসকানি দেয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ৭ জানুয়ারি থেকে এটিকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।
সম্প্রতি ফেসবুকের ওভারসাইট বোর্ড অনির্দিষ্টকালের জন্য ট্রাম্পকে নিষিদ্ধ রাখার বিষয়ে পর্যালোচনা করার পরামর্শ দেয়। ফলে এই পরামর্শ ফেসবুকের পক্ষেই যায়, তারই ধারাবাহিকতায় ফেসবুক দুই বছরের জন্য বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ প্লাটফর্মে ট্রাম্পকে নিষিদ্ধ করে।
ফেসবুকের পাশাপাশি বর্তমানে টুইটারেও নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প। গতমাসে টুইটার জানিয়েছিলো, টুইটারে আজীবন নিষিদ্ধ থাকবেন ট্রাম্প। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর ট্রাম্প নিজের একটি ব্লগ চালু করেন। ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড ট্রাম্প নামের সেই ব্লগটি সম্প্রতি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। তবে নতুন কিছু করার উদ্দেশ্যেই এটি বন্ধ করা হয়েছে বলে ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)