সাইবারবার্তা ডেস্ক: দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে। এর মাধ্যমে আটক দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে পরিচালনা করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ। এছাড়াও অধস্তন আদালতে বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল ও পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় একথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিচার কার্যক্রমে গতিশীলতা বাড়াতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হবে।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতের সব কার্যক্রমকে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে। অধস্তন আদালতের বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল ও পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীরা শিগগিরই এর সুফল ভোগ করতে পারবেন।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুন ২০২১)