বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

এন্ড্রয়েডের জন্য ইউটিউবের নতুন ফিচার

সাইবারবার্তা ডেস্ক: স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য নতুন দুটি ফিচার আনছে ইউটিউব। এই ফিচার দুটির মাধ্যমে ভিডিও দেখার সময় ভিন্ন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে ফিচারগুলোর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

 

টেকনোলজি ব্লগ ড্রয়েডমেজের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ভিডিওর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আনতে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য নতুন দুটি ফিচার আনছে ইউটিউব। পরীক্ষামূলকভাবে ফিচার দুটি চালু করা হলেও আনুষ্ঠানিকভাবে কবে এগুলো ছাড়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইউটিউবের নতুন দুটি ফিচারের মধ্যে আছে ‘লুপ ভিডিও’। লুপ ভিডিও ফিচারের সাহায্যে একই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বার বার দেখা যায়। ইতোমধ্যে ডেস্কটপ ব্যবহারকারীরা সুবিধাটি উপভোগ করছেন। এবার স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি নিয়ে আসা হচ্ছে। নতুন এই ফিচার আনুষ্ঠানিকভাবে চালু হলে ইউটিউবের প্রতিটি ভিডিওর পাশে তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক করলেই ‘লুপ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।

 

ইউটিউবের নতুন অন্য আরেকটি ফিচার হলো ‘ক্লিপ’। এই ফিচারের সাহায্যে ইউটিউবের যেকোনও ভিডিও থেকে ৬০ সেকেন্ড কেটে নিয়ে আলাদা ভিডিও হিসেবে সেই ক্লিপ শেয়ার করা যাবে। ফিচারটি সবার জন্য চালু হওয়ার পর প্রতিটি ভিডিওর নিচে লাইক, শেয়ার ইত্যাদি অপশনগুলোর পাশে কাঁচি চিহ্নিত একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করেই ৬০ সেকেন্ডের ক্লিপ তৈরি করা যাবে।

 

এর আগে গত এপ্রিলে ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসে ইউটিউব। ওই ফিচারের সাহায্যে একটি ভিডিও কোন কোয়ালিটিতে স্ট্রিম করতে চান তা নির্ধারণ করতে পারেন ব্যবহারকারীরা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ