সাইবারবার্তা ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এসেনশিয়াল ডিজিটাল ইনফ্রাস্ট্র্যাকচার অ্যান্ড সার্ভিসেস নেটওয়ার্ক (এডিসন অ্যালায়েন্স) জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। ডিজিটাল অর্থনীতিতে বৈশ্বিক ও ন্যায়সংগত অংশগ্রহণ নিশ্চিত করতে জোট গঠন করা হয়।
সোমবার আইসিটি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির ফলে সারা বিশ্বে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। প্রযুক্তি এখন জীবনযাপনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছে মানুষ। পাশাপাশি এ মহামারি বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার মধ্যে বিদ্যমান বৈষম্যকে আরও উন্মোচিত করছে এবং বাড়িয়েছে। পৃথিবীর প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মানুষ অফলাইনে থাকেন। উন্নত বিশ্বের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশের জন্য ব্রডব্যান্ড কানেকটিভিটি এখনো বেশ ব্যয়বহুল। ফলে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক কার্যক্রমে মানুষের প্রবেশকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ‘এডিসন অ্যালায়োন্স’ নামের এ জোট গড়ে তুলেছে, যার লক্ষ্য হচ্ছে ডিজিটাল অর্থনীতিতে বৈশ্বিক ও ন্যায়সংগত অংশগ্রহণ নিশ্চিত করা।
আইসিটি বিভাগ জানায়, এডিসন অ্যালায়েন্সের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। জোটের প্রথম সভায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে বাংলাদেশের প্রযুক্তিগত উদ্যোগগুলো তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করা, শহর ও গ্রামাঞ্চলের বৈষম্যগুলো কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপগুলোও তুলে ধরেন।
(সাইবারবার্তা.কম/আইআই/১ জুন ২০২১)