সাইবারবার্তা ডেস্ক: এ মাসের শুরুতে বাজফিডের প্রতিবেদকরা খুব সহজেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভেনোমো অ্যাকাউন্ট বের করে ফেলেছিলেন। সে ঘটনার পরিপ্রেক্ষিতেই বন্ধু তালিকা আড়াল করে রাখার অপশন নিয়ে হাজির হচ্ছে মোবাইল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানটি। ঘটনাটি সম্পর্কে প্রথমে জানিয়েছে বাজফিড। পরে তা প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে নিশ্চিত করেছেন এক ভেনোমো প্রতিনিধি। তিনি বলেছেন, “আমরা ক্রমাগত পরিবর্তিত হচ্ছি এবং ভেনোমো প্ল্যাটফর্মকে আমাদের সব গ্রাহকের জন্য দৃঢ় করছি। এই চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ইন-অ্যাপ নিয়ন্ত্রণ দিচ্ছি গ্রাহকদের, তারা যাতে নিজেদের বন্ধুতালিকা পাবলিক, ফ্রেন্ডস-অনলি, বা প্রাইভেট করে রাখতে পারেন।”
টিপস্টার হিসেবে পরিচিত ম্যানচান ওঙ নিজেও শুক্রবার ভেনোমোর নতুন ফিচারের ব্যাপারে টুইট করেন। তিনি ওই টুইটে লিখেছেন, “জো বাইডেনের বন্ধু তালিকা উন্মোচিত হয়ে যাওয়ার পর ভেনোমো বন্ধু তালিকার গোপনীয়তা ফিচার নিয়ে কাজ করছে।” ঘটনা ঘটার পরপরই ব্যাপারটি নিয়ে সতর্ক করেছিলেন গোপনতা সমর্থকরা। অন্যদিকে, বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, এটি আরও বড় পরিসরে প্রেসিডন্টের নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনা ঘটাতে পারে, এবং এর ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)