বৃহস্পতিবার, নভেম্বর ২১ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নতুন ভয়েস নোট ফিচার নিয়ে আসছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ

সাইবারবার্তা ডেস্ক:আবারও নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর এই নতুন ফিচারের হাত ধরেই এবার থেকে ভয়েস নোটের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

 

হোয়াটসঅ্যাপ আপডেট ট্র্যাকার WABetaInfo-এর মতে, এবার থেকে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের ক্ষেত্রে তিনটি প্লে-ব্যাক স্পিড অপশন যুক্ত হয়েছে। এগুলো হল 1x, 1.5x ও 2x। এক্ষেত্রে প্রথমে একটি স্বাভাবিক গতিতে চলবে হোয়াটসঅ্যাপ ভয়েস নোট।তবে ব্যবহারকারীরা ম্যানুয়ালি সেট করতে পারবেন অপশনটি। হোয়াটসঅ্যাপ খোলার পর ভয়েস নোট বাবলে একটি নতুন আইকন পাওয়া যাবে।

 

(সাইবারবার্তা.কম/এন‌টি/আইআই ২৭ ই এ‌প্রিল ২০২১)

 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ