সাইবারবার্তা ডেস্ক: আগামী ১৫ এপ্রিল জেডটিই তাদের এক্সন ৩০ সিরিজের স্মার্টফোন উন্মোচন করবে। এই সিরিজের অন্যতম ফোন এক্সন ৩০ প্রো। ফোনটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। খবর জিএসএম এরিনা।
বৃহস্পতিবার চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি উইবোতে আরেকটি মডেল তৈরির কথা জানিয়েছে, আল্ট্রা মডেলের এই ফোনটিতেও ৬৪ মেগাপিক্সেলের তিন ক্যামেরা থাকবে। এগুলো প্রাইমারি, আল্ট্রাওয়াইড এবং পোর্টেট মোডে কাজ করবে।
এক ভিডিও টিজারে উক্ত তিন ক্যামেরার পাশাপাশি আরেকটি মডিউলের কথাও বলা হয়েছে। সেটি হবে ৮ মেগাপিক্সেলের সেন্সর ও পেরিস্কোপ লেন্স। অন্য আরেকটি ভিডিওতে এক্সন ৩০ লাইনআপের ভিডিও স্ট্যাবিলাইজেশন তুলে ধরা হয়েছে।
ইতিমধ্যে কোম্পানিটি এক্সন ৩০ সিরিজের স্মার্টফোন ব্যবহার করে তোলা একাধিক ছবি প্রকাশ করেছে, তবে সেগুলো কোন মডেলের ফোনে তোলা হয়েছে সেটি জানায়নি। এছাড়া ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়নি। তাই বিস্তারিত জানতে আর সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে প্রযুক্তিবিশ্বকে।
(সাইবারবার্তা .কম/এমআর/এমএ/১০ এপ্রিল,২০২১)