নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১ ও ৮ এপ্রিল আট ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা মোবাইল ফোন সেবায় ব্যাঘাত (নেটওয়ার্ক সমস্যা) ঘটতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তরঙ্গ পুনর্বিন্যাস কার্যক্রমের কারণে ১ এপ্রিল রাত ১১ টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত এবং ৭ এপ্রিল রাত ১১ টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
বিটিআরসি জানিয়েছে, গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ সর্বমোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ যথাক্রমে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংককে বরাদ্দ প্রদান করা হয়।
উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে পূর্বে বরাদ্দকৃত তরঙ্গের সাথে নিলামে বরাদ্দকৃত নতুন তরঙ্গ একত্রিকরণ করতে গিয়ে তরঙ্গ রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যার কারণে সকল মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তন হবে।
মোবাইল নেটওয়ার্কে প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পরিবর্তনের কার্যক্রম আগামী ০১-০৮ এপ্রিল এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পরিবর্তনের কার্যক্রম আগামী ০৭-০৮ এপ্রিল, ২০২১ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। তরঙ্গ পরিবর্তন করার সময়কালীন প্রতিদিনের নির্দিষ্ট কিছু সময়ে মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিতার সৃষ্টি হতে পারে।
(সাইবারবার্তা.কম/এমআর/২৯মার্চ২০২১)