সাইবারবার্তা ডেস্ক: দেশের সরকারি অফিসের কর্মকর্তাদের নম্বর সম্বলিত অ্যাপ তৈরি করেছে একসেস টু ইনফরমেশন (এটুআই)। এটুআই জানিয়েছে বাংলাদেশ ডিরেক্টরি নামের অ্যাপটিতে মিলবে ৫১ হাজার সরকারি অফিসের কর্মকর্তার মোবাইল নম্বর।
অ্যাপটির সর্বশেষ সংষ্করণে রয়েছে দেশের ৬টি বিভাগের ৫৬টি জেলার সরকারি অফিসের কর্মকর্তাদের ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর। এসব তথ্য বিভাগীয় অফিস থেকে শুরু করে জেলাভিত্তিক সরকারি প্রায় সব অফিসের কর্মকর্তাদের নম্বর মিলবে অ্যাপটিতে।
অ্যাপটিতে আরও রয়েছে মন্ত্রী, সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগের ঠিকানা। অ্যাপটিতে রয়েছে কারো ঠিকানা খোঁজা বা সংরক্ষণের সুবিধা।
৫ মেগাবাইটের এই অ্যাপটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে চলতি বছরের ৬ জানুয়ারিতে। অ্যাপটি ডাউনলোড হয়েছে ৫০ হাজারের বেশিবার।
অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তা করেছে ওরেঞ্জবিডি। অ্যাপটি ডাউনলোড করা যাবে এই লিঙ্কে ক্লিক করে।
সৌজন্যে: ডিজিআই বাংলা .টেক
(সাইবারবার্তা.কম/এমআর/জেডআই/২৭ মার্চ,২০২১)