বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

‘ডিজিটাল বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর বৈষম্য হীন সোনার বাংলা’

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালি ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মতো একজন মহামানবকে আমরা পেয়েছিলাম। এই মহামানবের আদর্শ অনুসরণের মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। বঙ্গবন্ধু তার জীবনের পুরোটা সময় দিয়ে গেছেন এই জাতির জন্য।

মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ. ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায়, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ রফিকুল মতিন, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিনসহ মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহের উধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন।

মন্ত্রী গত ১২ বছরে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা বাস্তবায়ন চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশের যে রূপান্তর ঘটেছে তা সারা দুনিয়ার কাছে এক বিস্ময়, এটি অনুকরণীয় দৃষ্টান্ত। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ ও বৈষম্য হীন সোনার বাংলা।

টেলিযোগাযোগ সচিব বঙ্গবন্ধৃর অবদান তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(সাইবারবার্তা.কম/কম/২০মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ