বৃহস্পতিবার, এপ্রিল ২৫ ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টেক জায়ান্টদের কর্মকাণ্ডে লাগাম টানছে ইইউ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: টেক জায়ান্টদের কর্মকাণ্ডের লাগাম টানার কৌশল নিয়ে সমঝোতায় পৌঁছেছেন ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণেতারা। বাজারে আট হাজার কোটি ইউরোর বেশি মূলধন আছে এবং অন্তত একটি ইন্টারনেটভিত্তিক সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলো নতুন নীতিমালার অধীনে আসবে।

 

ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অর্থনীতির বাজারে প্রতিযোগিতাবিমুখ আচরণ নিয়ন্ত্রণে আনার নতুন নিয়ম-নীতি নিয়ে আলোচনা চালিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এতে বেশিসংখ্যক প্রযুক্তি প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ)’ অধীনে আসবে।

 

আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন সমঝোতার অনুমোদন দেবেন ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা। ২০২২ সাল থেকে নতুন আইন বাস্তবায়নের পরিকল্পনা করেছে ইইউ। নতুন আইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই বেশি চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করছে মার্কিন সরকার।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২১ নভেম্বর  ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ